বুঝিনি এত টুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে,
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে,
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে,
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে....
বুঝতে দাও নি কেন আমাকে
সাজিয়েছ যা হৃদয়ে,
ছায়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাব তোমায় রেখে,
মেঘের পরে আলোর ভিড়ে
তুমিই প্রথম চেয়েছিলে,
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে....
Artist: Randy Travis
Artist: David Kilgour
Artist: Beyond The Wizards Sleeve
Artist: Yellowman