জীবনের কাছ থেকে, লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
জীবনের কাছ থেকে, লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সব হারা একজন আজরাতে
আলো আঁধারের ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী
নিজেকে উজাড় করা কষ্ট চলবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
নিজেকে উজাড় করা কষ্ট চলবে আজ রাতে
ক্লান্ত পথের আঁধার শুধু ফিরবে তার সাথে
তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে
তারপর সবটুকু পরাজয় মেনে নিয়ে
আলো আঁধারের ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী
যেটুকু হয়ে গেছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্প গুল যেন রঙ্গিন পাখা পেল
যেটুকু হয়ে গেছে নষ্ট সবটাই এলোমেলো
জীবনের গল্প গুল যেন রঙ্গিন পাখা পেল
তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে
তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে
আলো আঁধারের ছুঁয়ে ছুঁয়ে
ফিরে যাবে জুয়ার টেবিলে
জীবনের কাছ থেকে, লেনদেন বুঝে নিয়ে
লেনদেন বুঝে নিয়ে, প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
জীবনের কাছ থেকে, লেনদেন বুঝে নিয়ে
প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে
ফিরে যাবে সব হারা একজন আজরাতে
আলো আঁধারের ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জুয়ার টেবিলে
একজন বিবাগী, একজন বিবাগী
Related
Naughty & Nice Christmas Songs
5 Totally Underrated Christmas Songs
20 Classic Christmas Lyrics to Celebrate The Holiday Season
Photos