Search lyrics

Typing something do you want to search. Exam: Artist, Song, Album,Writer, Release Year...
if you want to find exactly, Please input keywords with double-quote or using multi keywords. Exam: "Keyword 1" "Keyword 2"

James

Genres: Rock

Baba Lyrics - James

ছেলে আমার বড় হবে, 

মাকে বলত সে কথা 

হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায় 

নিজ হাতে খেতে পারতাম না, 

বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা, 

কি করবি রে বোকা... 

এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের 

অনেক উর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম 

মাথায় আকাশ ভেঙ্গে পড়ল, 

 

Related 

 

Naughty & Nice Christmas Songs 

 

5 Totally Underrated Christmas Songs 

 

20 Classic Christmas Lyrics to Celebrate The Holiday Season 

 

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়, 

কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়, 

বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়, 

কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়। 

 

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার 

ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার 

আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি 

শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী... 

 

Photos 

 

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়, 

কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়, 

বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়, 

কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়। 

Copyright: Song Discussions Is Protected By U.s. Patent 9401941. Other Patents Pending.