Search lyrics

Typing something do you want to search. Exam: Artist, Song, Album,Writer, Release Year...
if you want to find exactly, Please input keywords with double-quote or using multi keywords. Exam: "Keyword 1" "Keyword 2"

Anupam Roy

Alote Alote Dhaka (from "konttho") Lyrics - Anupam Roy

আমাকে কেউ 

বলেছিল এ মহাসাগরের ঢেউ 

আমাকে নিয়ে ভেসে যাবে একদিন 

 

Related 

 

The Best Karaoke Songs Ever, Ranked 

 

POPULAR SONG: Post Malone - 'Circles' - LYRICS 

 

NEW SONG: Camila Cabello - 'Shameless' - LYRICS 

 

যেখানে সৈকত কিছু মসৃণ 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা। 

মুখ বুঝে 

কীভাবে বেঁচে আছি, ধারনাই নেই 

কখনো ভোর রাতে 

ঘুম ভেঙ্গে যায় 

কন্ঠ ভরে বুঝি গাইছে সবাই 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা। 

আমার বুকে সূর্যের বাসা 

আমার চোখে বাঁচার তাগিদ 

আমার মনে হিমালয় আশা 

সময় কিনে চাইনি রশিদ 

আমার ঈশ্বর চিনে নেবে আমায় 

আমি দাঁড়িয়ে তার দরজায় 

রোজ এক স্বপ্ন দেখা 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা। 

নিয়ে চলো 

এখানে কবে থেকে আছি বলো 

শুনেছি সেখানে আকাশের গায়ে 

না বলা কত কথা ভেসে বেড়ায় 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা। 

আরো দূরে 

আমার এই চেতনাকে সঙ্গী করে 

যে তৃণভূমি আজ তুলছে আওয়াজ 

সেখানে সোনারোদে বুনছে কোলাজ 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা। 

আমার বুকে সূর্যের বাসা 

আমার চোখে বাঁচার তাগিদ 

আমার মনে হিমালয় আশা 

সময় কিনে চাইনি রশিদ 

আমার ঈশ্বর চিনে নেবে আমায় 

আছি দাঁড়িয়ে তার দরজায় 

রোজ এক স্বপ্ন দেখা 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা 

আলোতে আলোতে ঢাকা। 

 

Check Out 

 

HOT SONG: Billie Eilish - 'all the good girls go to hell​' - LYRICS 

 

27 Best Ever Songs From Movie Soundtracks 

 

HOT SONG: A$AP Rocky - 'BABU$HKA BOI' - LYRICS 

 

23 One Hit Wonders You Still Can't Get Out Of Your Head 

Copyright: Song Discussions Is Protected By U.s. Patent 9401941. Other Patents Pending.