আমাকে কেউ
বলেছিল এ মহাসাগরের ঢেউ
আমাকে নিয়ে ভেসে যাবে একদিন
Related
The Best Karaoke Songs Ever, Ranked
POPULAR SONG: Post Malone - 'Circles' - LYRICS
NEW SONG: Camila Cabello - 'Shameless' - LYRICS
যেখানে সৈকত কিছু মসৃণ
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
মুখ বুঝে
কীভাবে বেঁচে আছি, ধারনাই নেই
কখনো ভোর রাতে
ঘুম ভেঙ্গে যায়
কন্ঠ ভরে বুঝি গাইছে সবাই
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা
আমার চোখে বাঁচার তাগিদ
আমার মনে হিমালয় আশা
সময় কিনে চাইনি রশিদ
আমার ঈশ্বর চিনে নেবে আমায়
আমি দাঁড়িয়ে তার দরজায়
রোজ এক স্বপ্ন দেখা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
নিয়ে চলো
এখানে কবে থেকে আছি বলো
শুনেছি সেখানে আকাশের গায়ে
না বলা কত কথা ভেসে বেড়ায়
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
আরো দূরে
আমার এই চেতনাকে সঙ্গী করে
যে তৃণভূমি আজ তুলছে আওয়াজ
সেখানে সোনারোদে বুনছে কোলাজ
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
আমার বুকে সূর্যের বাসা
আমার চোখে বাঁচার তাগিদ
আমার মনে হিমালয় আশা
সময় কিনে চাইনি রশিদ
আমার ঈশ্বর চিনে নেবে আমায়
আছি দাঁড়িয়ে তার দরজায়
রোজ এক স্বপ্ন দেখা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা
আলোতে আলোতে ঢাকা।
Check Out
HOT SONG: Billie Eilish - 'all the good girls go to hell' - LYRICS
27 Best Ever Songs From Movie Soundtracks
HOT SONG: A$AP Rocky - 'BABU$HKA BOI' - LYRICS
23 One Hit Wonders You Still Can't Get Out Of Your Head
Artist: Bts
Artist: Goapele
Artist: Dismemberment Plan
Artist: Polly Jean Harvey