বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূর প্রবাসে পড়ে রই
জানিনা কবে কিভাবে জড়িয়ে গেছি
ভাবি এবার নিজেকে ছাড়াবোই
এখনও বুকে সেই নদী বয়ে চলে আর
মনে পড়ে যায়
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে
Related
11 Delicious Misheard Lyrics About Food
POPULAR SONG: Post Malone - 'Circles' - LYRICS
NEW SONG: Camila Cabello - 'Shameless' - LYRICS
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে
আমি ফিরছি ঘরে
জাগো শক্তি, জাগো স্বপ্ন
জাগো, জাগো উমা
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে
জাগো, জাগো উমা
জাগো বিস্ময়, জাগো স্পন্দন
জাগো, জাগো উমা
নিজের ভেতর আমি গুমরে মরি
যেন ঝড় এসেও আসেনি
অচেনা পথে আমি ক্লান্ত ভীষণ
যেন নিজেই নিজেকে চিনি নি
Check Out
HOT SONG: Billie Eilish - 'all the good girls go to hell' - LYRICS
Songs You Love If You Love Nerds
HOT SONG: A$AP Rocky - 'BABU$HKA BOI' - LYRICS
26 Best Breakup Songs Of All Time
এখনও বুকে সেই নদী বয়ে চলে আর
কে যেন শোনায়
আমার ঘরের চাবি
চাবি পরেরও হাতে রে আমার
ঘরের চাবি
চাবি পরের হাতে রে
আমার ঘরের চাবি
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে
আমি ফিরছি ঘরে
জাগো শক্তি, জাগো স্বপ্ন
জাগো, জাগো উমা
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে
জাগো, জাগো উমা
জাগো বিস্ময়, জাগো স্পন্দন
জাগো, জাগো উমা
জাগো, জাগো উমা
জাগো, জাগো উমা
Artist: Wiz Khalifa & Curren$y
Artist: Never Sol
Artist: Mike Dillon